বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই গণসংযোগ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর খাঁন সেন্টু, যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক সরকার আলম, সাবেক সদর থানা যুবদলের সভাপতি মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর) সজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রার্থীকে নিয়ে যেকোনো বিভ্রান্তি, ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই