নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহাব উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার বিকালে রাজধানীর বেইলি রোডে তার অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদনের শুনানি শেষে তা নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোনায়েম নবী শাহীন।
স্থানীয় একাধিক সূত্র বলছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ আমলে মোহাম্মদ শাহাব উদ্দীন পরপর দুই মেয়াদে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ উপজেলা নির্বাচনে তিনি দলীয় দ্বন্দ্বে পড়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেননি। ৫ আগস্ট পটপরিবর্তনের পরও তিনি ঢাকায় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। মঙ্গলবার তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলে শুনেছি। এর বাইরে আমার কাছে বিস্তারিত তথ্য নেই।
বিডি-প্রতিদিন/সুজন