চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নতুনহাট বাজারের কাছে মঈনিয়া আজিজিয়া মাদরাসার সামনে জাহেদ তালুকদার (৪৫) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। জাহেদ তালুকদার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে জাহেদকে গুলি করেন। তার ডান পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গত সোমবার রাতে এক সন্ত্রাসী জাহেদ তালুকদারের ডান পায়ে গুলি করেছে। তাদের গ্রেফতার অভিযান চলছে।
চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, সোমবার দিবাগত রাতে জাহেদ তালুকদার নামে একজন রাউজান থেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত।
বিডি প্রতিদিন/এমআই