ভোলা সদর উপজেলায় ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি সামুদ্রিক কাছিম (Olive Ridley Sea Turtle) কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পরানগঞ্জ নামক স্থান থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে অফিস হেফাজতে নিয়ে আসা হয়। কাছিমটির প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে। আগামীকাল বুধবার চরফ্যাশন উপজেলাধীন ঢালচরের সমুদ্র নিকটবর্তী এলাকায় অবমুক্ত করা হবে।
এ বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুফল রায় জানান, প্রায় ৫০ কেজি ওজনের ‘জলপাই রঙ্গা সামুদ্রিক কচ্ছপ’টি বর্তমানে বন অফিস হেফাজতে রাখা হয়েছে। প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে। আগামীকাল বুধবার কচ্ছপটিকে চরফ্যাশন উপজেলার ঢালচর সমুদ্র সৈকতের নিকটবর্তী এলাকায় অবমুক্ত করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত