রাষ্ট্রের আইনি কাঠামো ভেঙে, অন্যায় সুবিধা পাওয়া বা দেওয়া দুর্নীতি। কাজের বিনিময়ে ঘুষ নেওয়া-দেওয়া, ব্যক্তি বা রাষ্ট্রের সম্পদ-সম্পত্তি আত্মসাৎ, সরকারি বা রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিস্বার্থ চরিতার্থ দুর্নীতি। রাজনৈতিক মদত, প্রশাসনিক নির্লিপ্ততা এবং দুর্নীতি চক্রের ক্ষমতায়নে এ কাজগুলো এমন বল্গাহীনভাবে চলেছে যে বেশ কবার দেশ দুর্নীতিতে বিশ্বসেরার নিন্দার্জন করে। ব্যক্তিস্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতার যথেচ্ছ ব্যবহার স্বাধীনতার ৫৪ বছরেও দেশকে সামাজিক স্থিতিশীলতায় পৌঁছতে দেয়নি। শিল্প-বাণিজ্য-অর্থনৈতিক সমৃদ্ধি লাভে বাদ সেধেছে। প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি হতে দেয়নি। এমনকি বিশ্ব শ্রমবাজারে জনশক্তি হিসেবে যেতে আগ্রহীদের সঙ্গে এমন আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়ন চালানো হয়েছে যে বৈধ পথের চেয়ে অবৈধ উপায়ে, জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ির চেষ্টাও সহজ মনে করে অসংখ্য মানুষ। বিদেশে জনশক্তি প্রেরণে সুবিধাভোগী চক্র ভেঙে সৎ প্রশাসন যদি দেশের স্বার্থে সঠিক দায়িত্ব পালন করত, বিভিন্ন দেশে শ্রমবাজার অনেক বিস্তৃত হতো। কিন্তু দুর্ভাগ্য, রাজনৈতিক নেতৃত্ব প্রজাতন্ত্রের কর্মচারীদের সেই নৈতিক দৃঢ়তায় পরিচালনা করতে পারেন না- যাতে তারা শতভাগ সৎ, দায়িত্বশীল ও পেশাদারত্বে জবাবদিহির আওতাভুক্ত থাকবে। এজন্যই দেখা যায় দিকে দিকে দুর্নীতি। নিয়োগে, বদলিতে- এটা ওপেন সিক্রেট। বাংলাদেশ প্রতিদিনে গতকাল ছাপা এক প্রতিবেদন শুরু হয়েছে এভাবে- ‘১০ কোটি টাকা দিয়ে এই চেয়ারে বসেছি। টাকা না দিলে কাজ হবে না।’ গুরুত্বপূর্ণ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের বড়কর্তার দম্ভের উক্তি এটা। ওই পদে বসার জন্য যদি কাউকে মোটা অঙ্কের টাকা দিতে হয়, দাতা ও গ্রহণকারী উভয়েই দণ্ডনীয়। নাহলে ওই ব্যক্তি যে এ টাকা শতগুণে উশুলে অন্যদের ওপর জুলুম করবে, সেটাই তো স্বাভাবিক। সেজন্যই ‘কোনো টাকা ছাড়াই পুলিশে চাকরি হয়েছে’ এমন খবর ছাপা হয়। কারণ এটা যেন অসম্ভব! দুর্নীতিতে আমাদের নীচতা কতটা অতলে পৌঁছেছে, এ তার ক্ষুদ্রাংশ মাত্র। লাখ লাখ কোটি টাকার ব্যাংকলুট, পাচারে- জাতীয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে দুর্নীতির ছিদ্রই। জুলাই বিপ্লবের পর জাতি পরিবর্তন আশা করেছিল। অন্তর্বর্র্তী সরকার কিছু নিয়মকানুন করেছে। পরবর্র্তী নির্বাচিত সরকার যদি শক্ত হাতে লাগাম টানে, দুর্নীতির মূলোৎপাটন অসম্ভব নয়। তার জন্য আলাদীনের প্রদীপের দৈত্য ডাকতে হয় না- সদিচ্ছাই যথেষ্ট। এ ক্ষেত্রে সেই সদিচ্ছার আশাবাদ রাইল।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
সর্বব্যাপী দুর্নীতি
লাগাম টানুন শক্ত হাতে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর