বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। সবশেষ মুখোমুখি লড়াইয়ে বড় জয়ের স্মৃতি পাশে থাকলেও এবার প্রতিপক্ষের শারীরিক শক্তিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়োস।
মঙ্গলবার রাতে ফ্রান্সের লিলে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচটি, বাংলাদেশ সময় রাত দেড়টায় যার শুরু। এর আগে শনিবার সেনেগালের বিপক্ষে ২–০ গোলের জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আসন্ন ম্যাচেও জয় এবং আকর্ষণীয় ফুটবল উপহার দিতে আগ্রহী ব্রাজিল শিবির।
তবে সিবিএফ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সতর্কতার সুর শোনালেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস। তিনি মনে করিয়ে দেন, সাড়ে তিন বছর আগে তিউনিসিয়ার বিপক্ষে ৫–১ ব্যবধানে জিতলেও ম্যাচটি ছিল বেশ কঠিন।
মার্কিনিয়োস বলেন, 'আমরা জানি তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাদের শারীরিক খেলা সামলাতে হবে। এসব ম্যাচ আমাদের জন্য দুর্দান্ত প্রস্তুতি, বিশ্বকাপের আগে বিভিন্ন ধরনের প্রতিপক্ষের সঙ্গে লড়া জরুরি।'
বিশ্বকাপের প্রস্তুতিতেও দারুণ ফর্মে আছে তিউনিসিয়া। আফ্রিকার বাছাইয়ে তারা ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে, বাকি একটিতে ড্র করে মূল পর্বে জায়গা পাকা করেছে।
বিডি প্রতিদিন/মুসা