ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনিতপ্রার্থী, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু।
মঙ্গলবার দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে রংপুর মহানগর ও সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য প্রচারণা
মিছিল বের হয়। মিছিলে অংশ নিয়ে সামসুজ্জামান সামু পথচারী, ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গ্রান্ড হোটেল মোড়’ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর-৩ সদর আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মহানগর বিএনপি নেতাসুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ ।
বিডি প্রতিদিন/হিমেল