বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন সংস্করণের জন্য প্রথমবারের মতো একসঙ্গে তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে। এত দিন তিন ফরম্যাটে পৃথক অধিনায়ক থাকলেও কোনো সংস্করণেই সহ-অধিনায়ক নিযুক্ত ছিল না। এবার সেই শূন্যতা পূরণ করল বিসিবি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ওয়ানডে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসান।
টেস্টে আগামী চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি হিসেবে থাকছেন মিরাজ। তবে ওয়ানডেতে অবস্থান উল্টো আগামী বছরের জুন পর্যন্ত মিরাজই দায়িত্ব পালন করবেন ওয়ানডে অধিনায়ক হিসেবে, আর সহ-অধিনায়ক শান্ত।
টি-টোয়েন্টিতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে লিটন দাসের হাতে দেওয়া হয়েছে অধিনায়কত্ব। সাম্প্রতিক সময়ে ফরম্যাটটিতে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়া সাইফ হাসানকে লিটনের সহ-অধিনায়ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা