আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। নির্বাচনের আগে রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনা জরুরি। এমনিতেই বিগত তিনটি নির্বাচনের মতো আগামী নির্বাচনও অংশগ্রহণমূলক হবে এমন সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তারপরও বাড়তি সংকট হয়ে দেখা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের ব্যর্থতা। কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করলেও ঐকমত্যের বদলে দূরত্ব আরও বাড়ছে। জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি ৫ আগস্টপন্থি দলগুলো। রাজনৈতিক দলগুলোর একাংশের লক্ষ্য আশু নির্বাচন। আরেকাংশের লক্ষ্য নির্বাচন যতটা সম্ভব দেরিতে হোক। দেরিতে হলে যেহেতু তাদের লাভ সেহেতু তারা আগে সংস্কার তারপর নির্বাচন এই তত্ত্বের আশ্রয় নিয়েছিল। প্রথম দিকে দৃশ্যত সরকারের মদত ছিল শেষোক্তদের দিকে। কিন্তু দ্রুত নির্বাচন যারা চায় তারা সে দাবিতে রাজপথে নামলে সরকারের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে এমন একটি আশঙ্কাও দেখা দেয়। এমনকি তাতে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতা হারা রাজনৈতিক শক্তির পুনরুত্থানের সুযোগ সৃষ্টি হতে পারে এমন ভয়েও আক্রান্ত হয় সরকারের একাংশ। এ প্রেক্ষাপটে সরকারপ্রধান লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বিএনপি ডিসেম্বরের আগেই আর সরকার পক্ষ আরও ছয় মাস পর নির্বাচন করার অবস্থান থেকে সরে আসে। ঈদের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠানে সমঝোতা হয়। এ বৈঠকের পর অন্তর্বর্তী সরকারপ্রধান ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। তারপর থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য অনড় অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলোর এক পক্ষ। আরেক পক্ষ নির্বাচন ও সংস্কার সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে এমন কথা বলছে। ফলে জুলাই সনদ নিয়ে এখন আর ঐকমত্য কমিশন কোনো স্বপ্ন দেখছে না। তারা সে দায়িত্ব সরকারকে দিয়েছে একের পর এক ফলাফলশূন্য সংলাপ এড়াতে। দেশের মানুষ ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়। জুলাই অভ্যুত্থানের ফসল যাতে পঙ্গপালে না খেয়ে যায় তা নিশ্চিত করতে এ ব্যাপারে সব পক্ষের সুমতি প্রত্যাশিত।
শিরোনাম
- টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
- পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
- নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
- নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : আবদুল কাদির
- নেপালে ফেসবুকসহ একাধিক সোশ্যাল মিডিয়া বন্ধের ঘোষণা
- গতি নেই বাজেট বাস্তবায়নে
- খুলনার রূপসায় যুবককে গুলি করে হত্যা
- তিন দাবিতে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
- নারী নির্মাতাদের চলচ্চিত্রে দুইদিনের উৎসব
- রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটজন গ্রেফতার
- হজের নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর: ধর্ম মন্ত্রণালয়
- বিপুল ভোটে জিতে কোয়াবের নতুন সভাপতি মিঠুন
- ‘সুপারম্যান’-এর সিক্যুয়েল: মুক্তি ২০২৭ সালে
- আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- মারা গেছেন ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি
- ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন
- উত্তরায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
- চবি: সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে একাডেমিক কার্যক্রম
- কাদের গণি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গণি চৌধুরী আর নেই
- বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আটক
রাজনৈতিক সংকট
নির্বাচন না হলে বিপদ বাড়বে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর