গ্রাম্য কোন্দলের জেরে প্রতিপক্ষের মারামারি থামাতে গিয়ে নড়াইলের কালিয়া উপজেলায় জনি মন্ডল (২৫) নামে এক যুবককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলা হয়েছে। একই সঙ্গে রকি বিশ্বাস (২৭) নামে অপর এক যুবক টেঁটাবিদ্ধ হয়েছেন। এ সময় প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রাম্য আধিপত্য বিস্তর নিয়ে নাজমুল বিশ্বাস ও মারুফ শেখ নামের দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার যাদবপুর গ্রামের নাজমুল বিশ্বাস বাড়িতে মারুফ শেখের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা করেন। প্রথমে হামলাকারীরা বাড়িতে থাকা একটি মোটর সাইকেল ভাংচুর করে এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় নাজমুল বিশ্বাসের ভাগ্নে জনি মন্ডল হামলাকারীদের থামানোর চেষ্টা করলে তাঁকে কুপিয়ে উভয় পায়ের রগ কর্তন এবং পেটে কুপিয়ে নারীভুরি বের করে দেয় মারুফ শেখ ও তাঁর লোকজন। একইসঙ্গে নাজমুল বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (২৭) টেঁটাবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় জনি মন্ডলকে (২৫) উদ্ধার করে সদর হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্ত করা হয়। মারুফ শেখ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আর হামলার শিকার নাজমুল বিশ্বাস ও তাঁর পরিবারের লোকজনও বিএনপি করে। এই নিয়েই উভয়পক্ষের মধ্যে দ্ব›দ্ব-ফ্যাসাদ বিদ্যমান বলে স্থানীয়রা জানান।
চিকিৎসকের বরাত দিয়ে আহতের স্বজনরা জানান, আহত যুবক জনি মন্ডলের অবস্থা আশঙ্কাজনক। এটি পরিকল্পিত হত্যাচেষ্টা। মারুফ ও তাঁর লোকজন প্রতিপক্ষকে দমন করতে এ হামলা চালিয়েছে। এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা এবং ন্যায়বিচার চান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মারুফ শেখের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তবে এ ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ হামলার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/এএম