খুলনার রূপসা ব্রিজ থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০)। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। পৌনে দুই মিনিটের ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাংবাদিক বুলু ব্রিজের ওপর একাকী দাঁড়িয়ে আছেন।
মাঝে মধ্যে তার পাশ কাটিয়ে পথচারী ও রিকশাভ্যান চলে গেছে। বুলু ব্রিজের রেলিং ধরে কিছুক্ষণ নাড়াচাড়া করেন। একপর্যায়ে ব্রিজের ওপর থেকে নিচে লাফিয়ে পড়েন। তার দেহ ব্রিজের পিলারের বেজমেন্টের ওপর পড়ে। সিসি ফুটেজ দেখে পুলিশ সাংবাদিক বুলুর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে মন্তব্য করে তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এদিকে গতকাল খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বুলুর নিহতের ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান গণমাধ্যমকর্মীরা। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। অপরদিকে বুলুর মৃত্যুর কারণ নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়েছে। জানা যায়, সম্প্রতি তার স্ত্রীর মস্তিষ্কের সমস্যা দেখা দেয়। গত মে মাসে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছেন। বুলুর সঙ্গে জমির মালিকানা নিয়ে প্রতিপক্ষের আইনি বিরোধ চলছিল। পাশাপাশি তিনি একটি ক্লিনিকে অর্থ বিনিয়োগ করেন, যা নিয়ে ঝামেলা ছিল। দ্বিতীয় আরেকটি বিয়ে নিয়ে আলোচনা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, বিবাহিত জীবনে বুলু নিঃসন্তান ছিলেন। তাকে নানা মানসিক চাপ সৃষ্টি করে আত্মহত্যায় প্ররোচিত করা হতে পারে।