বাংলা ভাষা ও বাঙালিবিরোধী প্রস্তাবের ওপর গতকাল বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আপনারা মনে করছেন বাংলাতে আমার কণ্ঠ রোধ করবেন! এত বড় ক্ষমতা? আমার গলা কেটে দিলেও আমি বাংলায় কথা বলব।’ কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘বিজেপি হচ্ছে তফসিলিবিরোধী, হিন্দুবিরোধী, সংখ্যালঘুবিরোধী ও সাম্প্রদায়িক দল। এই দল আগামী দিনে ক্ষমতায় আসবে না। এদের যাওয়ার বিদায় ঘণ্টা বেজে গেছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি। আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি। কিন্তু আপনারা (বিজেপি) বাংলাকে স্তব্ধ করছেন, জব্দ করার চেষ্টা করছেন, বদনাম ও অসম্মান করার চেষ্টা করছেন। আপনারা বাংলার মানুষকে অত্যাচার করেন।’