খুলনার রূপসা উপজেলায় মো. ইমরান হোসেন মানিক (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় বাগমারা একটেল টাওয়ারের পাশে জয়পুর গ্রামের মাস্টার বাড়ির গেটের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মানিক বাগমারা গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেনের ড্রাইভারের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মানিক। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং মানিকের লাশ উদ্ধার করেছে।
ঘটনার পরপর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ