কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমিন উল্লাহ (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৯টায় সমুদ্রসৈকতের পর্যটন গালফ মাঠসংলগ্ন ঝাউবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি ইলিয়াছ খান।
আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামে একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামের অনলাইনভিত্তিক ফেসবুক পেজের অ্যাডমিন। পাশাপাশি তিনি পেশায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন। নিহতের ছোট ভাই হিরু বলেন, আমিন দুই সন্তানের জনক এবং গত দুই দিন তার ভাই ঘরের বাইরে ছিল।
ওসি ইলিয়াছ খান বলেন, ‘ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। ওই যুবককে গাছের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার পা মাটির সঙ্গে ছুঁইছুঁই অবস্থায় ঝুলছিল। গলায় রশি ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। পকেটে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচলকারী একটি পরিবহনের টিকিট ছিল’
ওসি আরও বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।