শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা বা পরিচালনায় শিক্ষা পূর্বশর্ত হওয়ার কথা নয়। সেখানে শিক্ষাব্রত, সদিচ্ছা, সততা-নিষ্ঠা ও নিঃস্বার্থ সাধনাই হওয়া উচিত মূল বিবেচ্চ। অতীতে যুগ যুগ ধরে তেমনটাই হয়ে এসেছে। কিন্তু সাম্প্রতিক কালের তিক্ত অভিজ্ঞতা এ নিয়ে পৃথক ভাবনার প্রেক্ষাপট তৈরি করেছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তাদের সাধুবাদ। রবিবার জারি করা এক গেজেটে বলা হয়েছে, বেসরকারি কলেজগুলোর পরিচালন পর্ষদের সভাপতি হতে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আর বেসরকারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক। এ ছাড়া একই ব্যক্তি টানা দুবারের বেশি কোনো বেসরকারি স্কুল-কলেজ কমিটির সভাপতি হতে পারবেন না। কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক বেসরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনও করতে পারবেন না। সভাপতি মনোনয়নের ক্ষেত্রে ৯টি শিক্ষা বোর্ডের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির বিদ্যমান প্রবিধানমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংশোধিত প্রবিধানমালায় প্রতিষ্ঠানপ্রধানদের বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে, নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্তকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক, সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এমবিবিএস, প্রকৌশল, কৃষিসহ যে কোনো কারিগরি বিষয়ে নবম গ্রেডের নিচে নয় এমন কর্মকর্তা বা পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম সভাপতি পদে মনোনয়নের জন্য শিক্ষা বোর্ডে পাঠানোর বিধান সংযোজন করা হয়েছে। কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি এবং বিদ্যোৎসাহী সদস্য থাকবেন। সদস্যসচিব থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি এগুলোতে নিয়োগ দুর্নীতিমুক্ত এবং পাঠ-পরিবেশ উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে আশা করি।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
পরিচালনা পর্ষদ
সভাপতিকে হতে হবে স্নাতক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর