যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বেআইনিভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক অনুদান বন্ধ করেছে বলে রায় দিয়েছেন এক ফেডারেল বিচারক। বুধবার বোস্টনের জেলা আদালতের বিচারক অ্যালিসন বারোস রায় দেন, ২২০ কোটি ডলারেরও বেশি অনুদান বন্ধের সিদ্ধান্ত আইনসম্মত ছিল না এবং ভবিষ্যতেও হার্ভার্ডের গবেষণা অর্থায়ন বন্ধ করতে পারবে না প্রশাসন। হোয়াইট হাউসের সঙ্গে বহুমুখী সংঘাত অবসানে একটি চুক্তির চেষ্টায় থাকা হার্ভার্ডের জন্য আদালতের এ রায়কে বড় আইনি জয় হিসেবে দেখা হচ্ছে। কেমব্রিজভিত্তিক এই আইভি লিগ বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের নজরে আসে মূলত ইহুদিবিদ্বেষের অভিযোগে। প্রশাসন অভিযোগ করে, হার্ভার্ড ইহুদি শিক্ষার্থীদের হয়রানি ঠেকাতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সে বিষয়ে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু সরকারের দেওয়া শর্তগুলো মানতে রাজি ছিল না হার্ভার্ড কর্তৃপক্ষ। এর পরেই ‘শাস্তি’ হিসেবে প্রথমে ২০০ কোটি ডলারেরও বেশি অনুদান বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরে আরও অনুদান বন্ধ করা হয়। হার্ভার্ড পাল্টা মামলা করে জানায়, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের চাপ দিয়ে শাসনব্যবস্থা, নিয়োগ ও একাডেমিক কার্যক্রমে হস্তক্ষেপের চেষ্টা করছিল প্রশাসন। -রয়টার্স