গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের স্বৈর সরকার পতনের পর ধারাবাহিকভাবেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমতে থাকে। সোজা কথায়, এ সময় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণগ্রহীতাদের ঋণ গ্রহণের পরিমাণ কমেছে। রাজনৈতিক পট পরিবর্তন, আইনশৃঙ্খলার অবনতি, সামাজিক অস্থিরতা এবং এসব কিছু মিলে সৃষ্ট অনিশ্চয়তায় দেশিবিদেশি বিনিয়োগকারীদের মধ্যে স্থবিরতা ও তীব্র অনাগ্রহ দেখা দেয়। এ ছাড়া পূর্ববর্তী সরকার আমলে যারা নৈতিক-অনৈতিকভাবে মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন, তাদের অনেকেই এখনো পলাতক। কেউ কারাবন্দি। অনেকে খেলাপি হিসেবে চিহ্নিত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে ২০২৩-এর জুলাইয়ে ঋণ প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের বেশি। ডিসেম্বর শেষে দাঁড়ায় ৭ দশমিক ২৮ শতাংশে। চব্বিশের জানুয়ারিতে কমে হয় ৭ দশমিক ১৫ এবং ফেব্রুয়ারিতে আরও নেমে ৬ দশমিক ৮২ শতাংশ। মে মাসে সামান্য বাড়লেও পরে ফের নিম্নগতি; যা অব্যাহত রয়েছে। এর আগে সর্বশেষ ২০১১ সালের মে মাসে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বছর পেরোলেও এখনো অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ঋণ প্রবৃদ্ধি ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির কোনো উন্নতি হয়নি। বরং গত ২২ বছরের পরিসংখ্যানে জুলাইয়ের প্রবৃদ্ধি ছিল সর্বনিম্ন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে যা ৬ দশমিক ৫২ শতাংশ। মূল্যস্ফীতি ও বিদেশি মুদ্রা সংকটে জাতীয় অর্থনীতি এমনিতেই ক্রমবর্ধমান চাপের মুখে আছে। বিশেষ দুশ্চিন্তার কারণ এজন্য যে, ঋণ প্রবৃদ্ধি কমলে বিনিয়োগ থমকে যায়। নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, বরং কর্মক্ষেত্র সংকুচিত হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির মাথায় তা কুঠারাঘাত করে। কর্মহীনতায় সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হয়, অপরাধপ্রবণতা বাড়ে সমাজে। এত সব নেতিবাচকতা এড়াতে পর্যায়ক্রমে ঋণ প্রবৃদ্ধির ক্রমবর্ধমানতাই কাম্য। তবে সেই ঋণ অবশ্যই হওয়া চাই দায়িত্বশীলতার গ্যারান্টিযুক্ত এবং খেলাপি হওয়ার ঝুঁকিমুক্ত। আশা করি তা করতে আটঘাট বেঁধে নামবে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ঋণ প্রবৃদ্ধি
হ্রাস পাওয়া কাম্য নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর