বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতেই থাকবে। এ উদ্দেশ্যে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংবিধানে পুনর্বহাল করা হয়েছে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। এ রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরে এলো। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদে এ পর্যন্ত যে সংশোধনী আনা হয়েছে তা অবৈধ ও অসাংবিধানিক হওয়ায় বাতিল করা হয়েছে। একই সঙ্গে চতুর্থ ও পঞ্চম সংশোধনীর আওতায় ২০১৭ সালে আওয়ামী লীগ সরকার যে শৃঙ্খলা বিধি প্রণয়ন করে তা বাতিল করা হয়েছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে। ঐতিহাসিক এ রায়ের পর্যবেক্ষণে হাই কোর্ট বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এর পরিপন্থি কোনো আইন সংসদ প্রণয়ন করতে পারে না। যদি এমন আইন করা হয়, তবে তা অসাংবিধানিক ঘোষণা করার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে। রায়ে বলা হয়, সংবিধান সাধারণ আইন নয়। সংবিধানের কোনো বিধান যখন অসাংবিধানিক ঘোষণা করা হয়, তখন পূর্ববর্তী বিধান স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হয়ে যায়। সংবিধানের ষোড়শ সংশোধনী মামলা, ভারত ও বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক মামলার রায়ে এ দৃষ্টান্ত রয়েছে। রায়ে আদালত বলেছেন, মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করেছিল- বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল করা হলে চেক অ্যান্ড ব্যালেন্স বিনষ্ট হবে। কিন্তু হাই কোর্ট মনে করেন এ যুক্তি সঠিক নয়। কারণ সংবিধানে বলা আছে বিচার বিভাগ প্রভাবমুক্ত থাকবে। তা ছাড়া রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে ক্ষমতার যে পৃথকীকরণ নীতি, বিদ্যমান ১১৬ অনুচ্ছেদ সে নীতিকে খর্ব করেছে। হাই কোর্টের এ রায়ের ফলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে বলে আশা করা যায়। অধস্তন আদালতগুলো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত করার যে সুযোগ সৃষ্টি হয়েছিল সংবিধানের ১১৬ ধারা সংশোধনের মাধ্যমে তা বাতিল হওয়ায় বিচারকরা বিচার পরিচালনার ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।
শিরোনাম
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
- ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি
- চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৯ বিপজ্জনক কন্টেইনার ধ্বংস
- নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্যারামাউন্ট স্কাইড্যান্স
- মির্জা ফখরুলের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ
- জামায়াতের আইনজীবীর হেনস্তার শিকার তিন সাংবাদিক
- নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে ১৮ দফা জামায়াতের
- কেনিয়ায় ১২ আরোহীসহ বিমান বিধ্বস্ত
- আরও ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন
- দূষণ রোধে দিল্লিতে কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা
বিচার বিভাগ
সুপ্রিম কোর্টের হাতেই নিয়ন্ত্রণ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর