তিন দাবিতে আমরন অনশন শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় ছয় শিক্ষার্থী অনশন শুরু করেন।
শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর, একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল ও রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।
অনশন শুরু করা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, আমরা দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলন করছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। আমরা কোনো উপায় না পেয়ে আমরণ অনশন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।
অনশনরত ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধও করিনি। তাই অনশনে বসেছি। এখন চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি না মানা পর্যন্ত আমরা অনশনে থাকবো।
শিক্ষার্থীদের দাবি হলো বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফেজের উন্নয়নের জন্য ফিজিবিলিটি টেস্টের বাজেট সর্বোচ্চ ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। পরবর্তী একনেকে বাজেট বাধ্যতামূলকভাবে অনুমোদন এবং কাজ শুরুর বিষয়ে সরকার, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত প্রজ্ঞাপন জারি।
বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ হওয়া বাবি দেড়শ একর জমি দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণ, কোন স্থান থেকে জমি অধিগ্রহণ, কতদিনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করা হবে যৌক্তিক পরিকল্পনাসহ প্রজ্ঞাপন জারি।
স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়ের শতভাগ পরিবহন নিশ্চিত। কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে তার পরিকল্পনা প্রকাশ এবং পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিআরটিসি বাসের মাধ্যমে শতভাগ পরিবহন নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহরাব হোসেন বলেন, দীর্ঘ ৩৬ দিন আন্দোলন করলেও সরকার পক্ষ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ইউজিসি ও মন্ত্রণালয়ের কাছে আমাদের যে দাবি ছিল, তা পূরণ করা হয়নি এবং আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। অনশনে বসার পর শিক্ষার্থীদের সঙ্গে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ