অপব্যবহার বন্ধে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করতে যাচ্ছে নেপাল। বৃহস্পতিবার দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া আইডি ব্যবহারকারীরা ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। দেশটিতে প্রায় ৯০ শতাংশ অর্থাৎ ৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সোশ্যাল মিডিয়ার মূল প্রতিষ্ঠানকে বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। বলা হয়, অভিযোগ নিষ্পত্তি করার জন্য ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে একজন প্রতিনিধি নিয়োগ দিতে হবে। যিনি নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবেন। অন্যথায় এগুলো বন্ধ করে দেওয়া হবে।
বৃহস্পতিবার সরকারি এক বিবৃতিতে নেপালের টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে (এনটিএ) নিবন্ধনবিহীন সামাজিক যোগাযোগমাধ্যম নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয়, তবে কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপ্পো লাইভ নিবন্ধিত হয়েছে, কিন্তু ফেসবুকসহ অন্যরা হয়নি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃত্বি সুব্বা গুরুং বলেন, ‘আমরা তাদের নিবন্ধনের জন্য যথেষ্ট সময় দিয়েছি এবং বারবার আমাদের অনুরোধ মানতে বলেছি। কিন্তু তারা শোনেনি।’
এদিকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে অপরাধ না করতে পারে জন্য এসব প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়িয়েছে তারা।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ