টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি রাঙামাটির কাচালং নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। অন্যদিকে শরীয়তপুরের জাজিরায় প্রমত্তা হয়ে ওঠা পদ্মার ভাঙনে আতঙ্কে ভুগছে হাজার হাজার মানুষ। ইতোমধ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে আলম খাঁরকান্দি জামে মসজিদের দ্বিতল ভবন বিলীন হয়ে গেছে। মঙ্গলবার সকালের এই ভাঙনে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসক ভাঙনকবলিতদের স্থায়ী বসবাসের জন্য খাসজমি দেওয়ার আশ্বাস দিয়েছেন। গত বছরের নভেম্বরে পদ্মা সেতু প্রকল্পের ইনস্ট্রাকশন ইয়ার্ডের রক্ষাবাঁধ এলাকায় ভাঙন শুরু হয়। চলতি বছর ছয় দফা ভাঙনে প্রায় ৬৫০ মিটার রক্ষাবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে। এর ফলে আলম খাঁরকান্দি, ওছিম উদ্দিন মাদবরকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি ও মাঝির ঘাট এলাকার ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ৫০টি বসতবাড়ি ইতোমধ্যে পদ্মায় হারিয়ে গেছে। এ ছাড়া শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। নদীভাঙন বাংলাদেশের একটি সাংবার্ষিক সমস্যা। প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ নদীভাঙনে সর্বস্ব হারায়। মানবিক সমস্যার শিকার হয় ভুক্তভোগীরা। একসময়ের অবস্থাপন্ন মানুষও রাতারাতি নিঃস্ব হয়ে পড়ে। বিশেষ করে পদ্মা একটি ভাঙনপ্রবণ নদী। এ নদীর কোথায় ভাঙনের থাবা বিস্তৃত হবে আর কোথায় চর পড়বে, তা যেন প্রকৃতির খেয়ালের ওপর নির্ভরশীল। শরীয়তপুর জেলা প্রশাসন নদীভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছে, তা প্রশংসার দাবিদার। রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। কাপ্তাই হ্রদের পানিও বিপৎসীমায় পৌঁছেছে। বিপর্যয় ঠেকাতে ইতোমধ্যে কর্ণফুলী নদীতে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই প্রাকৃতিক দুর্যোগের দেশ। সাহসভরে দুর্যোগ মোকাবিলা করে টিকে আছে এ দেশের মানুষ। দুর্যোগকবলিত এলাকার মানুষের পাশে প্রশাসন সহায়তার হাত বাড়িয়ে দেবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় ৬০ জনের বেশি নিহত
- যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত বিদেশিদের গ্রহণ করল গুয়াতেমালা
- ওমানকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো আরব আমিরাত
- গোড়ালির চোটে ছিটকে গেলেন এমবাপে
- ঝিনাইদহে বিএনপির উদ্যোগে পূজা পুনর্মিলনী
- আন্দোলনের মুখে র্যাগিংয়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল
- সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের টার্গেট ১৯১ রান
- রবিবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ‘নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়’
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
- করতোয়া নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- ‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’
- পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
- সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর
- নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল
- রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- চিরনিদ্রায় শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম
- ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
বন্যা ও নদীভাঙন
দুর্গতদের পাশে দাঁড়ান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর