দেশের কৃষকদের সঙ্গে যদি রাজধানীসহ বিভিন্ন নগর-মহানগর, শহর-বন্দরের বিক্রেতাদের সরাসরি যোগাযোগ থাকত, তাহলে হাত বদলে পণ্যমূল্যের ক্রমবৃদ্ধি বন্ধ হতো। উৎপাদক এবং ভোক্তা দুই পক্ষই লাভবান হতেন। মধ্যস্বত্বভোগীরাই বরাবর দুর্বল বাজারব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে। ফলে কৃষিক্ষেত্র থেকে শহরের খুচরা বাজারে পৌঁছাতে সবজির দাম বেড়ে প্রায় চার গুণ হয়ে যাচ্ছে। রাজধানীর ভোক্তারা এ ক্ষেত্রে সবচেয়ে চড়া দামের বলি হন। সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণ বলছে-ঘন ঘন হাতবদল, পথেঘাটে চাঁদাবাজি এবং জোরদার বাজার তদারকির অভাবে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে দামের এই বিস্তর ফারাক হচ্ছে। কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। অনেক ক্ষেত্রে তাদের উৎপাদন ব্যয়ই উঠছে না। অন্যদিকে ক্রেতাকে কিনতে হচ্ছে অযৌক্তিক গলাকাটা দামে। এ সমস্যা থেকে উত্তরণে কৃষি বিপণনব্যবস্থা শক্তিশালী করা এবং বাজারব্যবস্থা সুদৃঢ় করার কোনো বিকল্প নেই। বর্তমানে বাজারে প্রায় সব জিনিসেরই দাম বেশি। বিশেষ করে সবজির। ভারী বৃষ্টির কারণে সরবরাহ কম থাকার অজুহাতে গত সপ্তাহে কাঁচা মরিচের দাম হঠাৎই বেড়ে যায়। সবজির গায়েও সে আঁচ লাগে। ব্যবসায়ীরা আশা করছেন, এক-দেড় মাসের মধ্যে শীত মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমে আসবে। শুধু শাকসবজি নয়, চাল-ডাল-তেল, মাছ-মুরগির দামও বেড়েছে। খোদ টিসিবির তথ্য অনুসারে, এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন ও পিঁয়াজের দাম বেড়েছে। সব মিলে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের নাভিশ্বাস অবস্থা। হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারও। আয় বাড়েনি, অনেক ক্ষেত্রে কমেছে বা কর্মহীনতার অভিশাপের শিকার হয়েছে অনেক জনশক্তি। পরিবারগুলো দুঃসহ জীবনের গ্লানি বহন করছে। এর মধ্যে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি তাদের দুর্দশা আরও বাড়িয়ে দিচ্ছে। এর বিহিত হওয়া প্রয়োজন। তার পদক্ষেপ নিতে হবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে। কৃষককে প্রয়োজনীয় সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়ে উৎপাদন বৃদ্ধির উপযোগ সৃষ্টি করা কর্তব্য। এরপর উৎপাদিত পণ্যের গতিশীল সরবরাহ নিশ্চিত করে যৌক্তিক মূল্যে বিপণনও নিশ্চিত করতে হবে। কৃষকের বঞ্চনা ঠেকানো ও ভোক্তার ন্যায্যমূল্যে পণ্য পাওয়া নিশ্চিত করা রাষ্ট্রযন্ত্রেরই কাজ। তাদের সেটা আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে করতে হবে। পাশাপাশি থাকতে হবে জবাবদিহি। কৃষক, ক্রেতা-বিক্রেতা এবং প্রশাসনের মধ্যে ন্যায্যতার এ মেলবন্ধন অত্যন্ত জরুরি।
শিরোনাম
- ২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- সরকার ঘোষিত তারিখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা
- আলোচনা ছেড়ে অভিনয়ে মিষ্টি জান্নাত
- তদবিরেও মেলে না ময়নাতদন্ত রিপোর্ট
- চট্টগ্রামে পুলিশের অভিযানে ১৩ অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের
- সম্পর্ক জোরদারে কাবুলে ফের দূতাবাস খুলছে ভারত
- রাজধানীতে প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী আটক
- আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মাগুরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে : গোলাম পরওয়ার
- আর কোনও স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ : আমান উল্লাহ
- কঠিন চীবর একটি ত্যাগের ব্যাপার : আমির খসরু
- কুমিল্লা বিভাগ ঘোষণা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি
- পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে
- জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান নিয়ে জরুরি ৫ প্রশ্নের উত্তর
- স্কোরসেসিকে নিয়ে তথ্যচিত্রে উঠে আসবে অজানা গল্প
- জুলাই সনদের আইনি ভিত্তি বাংলাদেশের বাঁচা–মরার প্রশ্ন : মামুনুল হক
- পাকিস্তান সফরে মাফাকাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
- ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেসসচিব