ভোট হয় দিনের বেলায়। দিনের আলোয়। কিন্তু এ দেশে রাতেও হয়েছে। দিনের ভোট আগের রাতে সম্পন্ন করা হয়েছে। রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে গোপনে ব্যালট পেপারে ছাপ মেরে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এই রাতের ভোটের উদগাতা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়। তার দল আওয়ামী লীগ এই নির্বাচন নিয়ন্ত্রণ করেছিল। শেখ হাসিনার প্রশাসন ও আওয়ামী লীগ যৌথভাবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পুরো নির্বাচনকে বিতর্কিত করে গেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ১ জুলাই ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন। সাবেক এই সিইসির অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সিইসির জবানবন্দিতে উঠে এসেছে, ওই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকলেও তার করার কিছু ছিল না। সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের মাধ্যমে পুরো নির্বাচনপ্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। তৎকালীন শাসক দল আওয়ামী লীগ, নির্বাচনের সঙ্গে সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা এই ভোট কারচুপি ও অনিয়মের সঙ্গে জড়িত। আজ একে একে থলের বিড়াল বেরিয়ে আসছে। কেবল সিইসি একা নন, এই রাতের ভোটের সঙ্গে জড়িত নির্বাচন ভবনের তৎকালীন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারাও। তারা বিনা বাধায় ২০১৮ সালের নির্বাচনকে দূষিত ও বিতর্কিত করেছেন। তৎকালীন সরকার ও শাসক দলের এই দুষ্কর্মে প্রত্যক্ষ মদত ও সহায়তা করে গেছেন জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। চাকরি হারানোর ভয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা ক্ষমতাসীন দলের চাপ ভিন্ন কথা, যারা টাকার বিনিময়ে বা নিজেদের রাজনৈতিক ও চাকরিজনিত উদ্দেশ্য হাসিল এবং অন্যায় সুবিধা ভোগ করতে ওই নির্বাচনে ন্যক্কারজনক ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিচারিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
শিরোনাম
- এবার পুতিনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক
- কেনেডিকে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধের আহ্বান মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের
- অনুপ্রবেশকারী প্রশ্নে শেখ হাসিনাকে দিয়ে অভিযান শুরুর দাবি ওয়াইসির
- তিস্তায় ভেসে এলো নবজাতকের মরদেহ
- ডাকসু নির্বাচনে প্রাথমিক বৈধ প্রার্থী ৪৬২ ও স্থগিত ৪৭
- টিসিবি'র পণ্য কিনতে দৌড়, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
- ইইউ’তে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
- জাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা : ভিপি আরিফুল্লাহ, জিএস মাজহার
- কবরস্থান রক্ষায় রেলকর্মীদের মানববন্ধন
- মেধাবীদের দেশেই ধরে রাখতে জীবনমান উন্নয়ন জরুরি : মেয়র শাহাদাত
- মহেশপুর সীমান্তে এক দালালসহ আটক ৯
- বগুড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি, কলেজ ছাত্র গ্রেফতার
- মার্কিন ইলেকট্রনিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রাশিয়া
- ডেইলি সানের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ইংলিশ মিডিয়ামের ফুটবল টুর্নামেন্ট
- নাগরপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
- ভারতের পর পাকিস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- কালীগঞ্জে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা
- বগুড়ার শেরপুরে ৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
- সরাইলে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- পুতিনের সঙ্গে যে তিন দেশে বৈঠক করতে চান জেলেনস্কি