ভোট হয় দিনের বেলায়। দিনের আলোয়। কিন্তু এ দেশে রাতেও হয়েছে। দিনের ভোট আগের রাতে সম্পন্ন করা হয়েছে। রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে গোপনে ব্যালট পেপারে ছাপ মেরে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এই রাতের ভোটের উদগাতা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়। তার দল আওয়ামী লীগ এই নির্বাচন নিয়ন্ত্রণ করেছিল। শেখ হাসিনার প্রশাসন ও আওয়ামী লীগ যৌথভাবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পুরো নির্বাচনকে বিতর্কিত করে গেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ১ জুলাই ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন। সাবেক এই সিইসির অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সিইসির জবানবন্দিতে উঠে এসেছে, ওই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকলেও তার করার কিছু ছিল না। সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের মাধ্যমে পুরো নির্বাচনপ্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। তৎকালীন শাসক দল আওয়ামী লীগ, নির্বাচনের সঙ্গে সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা এই ভোট কারচুপি ও অনিয়মের সঙ্গে জড়িত। আজ একে একে থলের বিড়াল বেরিয়ে আসছে। কেবল সিইসি একা নন, এই রাতের ভোটের সঙ্গে জড়িত নির্বাচন ভবনের তৎকালীন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারাও। তারা বিনা বাধায় ২০১৮ সালের নির্বাচনকে দূষিত ও বিতর্কিত করেছেন। তৎকালীন সরকার ও শাসক দলের এই দুষ্কর্মে প্রত্যক্ষ মদত ও সহায়তা করে গেছেন জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। চাকরি হারানোর ভয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা ক্ষমতাসীন দলের চাপ ভিন্ন কথা, যারা টাকার বিনিময়ে বা নিজেদের রাজনৈতিক ও চাকরিজনিত উদ্দেশ্য হাসিল এবং অন্যায় সুবিধা ভোগ করতে ওই নির্বাচনে ন্যক্কারজনক ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিচারিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
নূরুল হুদার জবানবন্দি
রাতের ভোটের হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর