বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার হয়েছে সুনামগঞ্জে। শনিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. খ. ম কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক মোঃ আনোয়ারুল কবির, সিলেট আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন।
কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন সেমিনারে সভাপতিত্ব করেন।
বিডি প্রতিদিন/এএ