জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরসরকার পতনের পর, নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায় রাষ্ট্র পুনর্গঠন। নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেখানে বিশেষ প্রাধান্য পায় সংস্কার, বিচার এবং নির্বাচন। বিভিন্ন খাত সংস্কারে গঠিত কমিশনগুলো যার যার কাজ করে যাচ্ছিল। তবু এ নিয়ে রাজনৈতিক মহল থেকে মুহুর্মুহু তাগিদ দেওয়া হচ্ছে। কেউ বলছে আগে সংস্কার, বিচার, তারপর অন্য কিছু। কারও বা ভিন্নমত। এ পরিপ্রেক্ষিতে একটা পদক্ষেপের ফলাফল প্রকাশ পেল বুধবার। শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় তার দণ্ড হলো। এ মামলার অন্য আসামি গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দকেও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কয়েক মাস আগে ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিছি’ এমন একটা অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিওর বক্তব্য শেখ হাসিনারই উল্লেখ করে তাঁর ও শাকিল আকন্দের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। সেই মামলায় চূড়ান্ত শুনানি শেষে ওই রায় ঘোষণা করা হলো। যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ গ্রেপ্তার করবে, তখন থেকে সাজা কার্যকর হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, গুলি চালিয়ে হত্যা, নির্যাতন-নিপীড়নসহ বিভিন্ন অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে গত ফেব্রুয়ারির মধ্যেই আড়াই শর বেশি মামলা হয় দেশের বিভিন্ন থানায়। পরে আরও মামলা হয়েছে। তার মধ্যে ২১৩টা ছিল হত্যা মামলা। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে গুম-খুন-গণহত্যার অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে এগুলোরও বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়ে রায় ঘোষিত হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের এ রায় দেশের বিচার বিভাগের ইতিহাসে একটা নজির হয়ে থাকবে এবং নতুন করে সাক্ষ্য দেবে যে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ থেকে শিক্ষা নিতে হবে আজ এবং আগামীর সব রাষ্ট্রনায়ক, রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বসাধারণকে। যদিও ইতিহাসের শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তবু আমরা আশাবাদী হতে চাই। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে সর্ব ক্ষেত্রে এটা বারবার প্রমাণিত হোক যে, দুষ্টের দমন এবং শিষ্টের পালনই রাষ্ট্রের কর্তব্য। এ সরকার সে ব্যাপারে নিশ্চয় সচেতন। এবং প্রকৃতই কেউ আইনের ঊর্ধ্বে নয়।
শিরোনাম
- ইরানের ভয়ঙ্কর সেই ড্রোন নিয়ে গবেষণা করতে চায় যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ এবং ভেন্যু ঘোষণা করলেন ট্রাম্প
- ভারতে তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, সহযোগিতা করবে ফ্রান্স
- সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে এফবিআইয়ের হানা
- ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত
- কেন পাল্লা দিয়ে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিরা?
- রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের
- পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
শেখ হাসিনার কারাদণ্ড
সবার জন্য শিক্ষণীয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর