পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেছেন, ৫ আগস্টের পর থেকে পুলিশ অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব পুলিশ সদস্যকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথাও বলেন। বৃহস্পতিবার বরিশালে পুলিশের এক অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। ধন্যবাদ জনাব। আপনার সদিচ্ছা সত্যি হোক। তবে ধৈর্যের প্রশ্নে নতুন করে ভাবতে হবে। কারণ একই দিন পত্রিকার পাতায় ‘থানায় হামলা, ভাঙচুর’ শিরোনামে ছাপা সংবাদে প্রকাশ-লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালতে চাঁদাবাজির মামলায় সাজাপ্রাপ্ত দুজনকে থানা হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হন। থানার জানালার গ্লাস, আসবাব, ল্যাপটপ, কম্পিউটার, পুলিশের একটা গাড়িসহ সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার ঘটনা দেশে নতুন নয়। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় থেকে বিশৃঙ্খল জনতা বা দুবর্ৃৃত্তদের এমন গর্হিত কর্মকাণ্ড বেশি লক্ষ করা যাচ্ছে; যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। কারণ পুলিশের ওপর হামলা দেশের আইনশৃঙ্খলাকে চ্যালেঞ্জ করা। এ দুঃসাহস দেখানোর ধৃষ্টতা কারও থাকার কথা নয়। তা বরদাশত করারও নয়। এদের কঠোর হাতে দমন করতে হবে। আইনের আওতায় সোপর্দ করতে হবে। স্বীকার করি, গত দেড় দশকে স্বৈরাচারী সরকারের বিভিন্ন অন্যায় ও অনিয়মে সহায়ক শক্তি হিসেবে কাজ করা এবং জুলাই বিপ্লবের আগুন ঝরা দিনগুলোতে গণহত্যায় ভূমিকা রাখায় জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পুলিশের শীর্ষস্থানীয় হাতে গোনা কজন কর্মকর্তা আঙুল ফুলে কলা গাছ হয়েছেন। অর্থবিত্তের পাহাড় গড়েছেন। কিন্তু সার্বিকভাবে পুলিশ বাহিনীকে এসবের জন্য দোষারোপ করা যুক্তিযুক্ত নয়। তারা ঊর্ধ্বতনের নির্দেশ পালন করেছে মাত্র। চাকরির শর্তে তারা সে নির্দেশ পালনে বাধ্য ছিল। এটা সচেতন মহলকে বিবেচনা করতে হবে। আর পুলিশের ভাবমূর্তি ও মনোবল পুনরুদ্ধারে তাদেরই পেশাদারি দৃঢ় অবস্থানে ঘুরে দাঁড়াতে হবে। ধৈর্য মহৎ গুণ, কিন্তু তারও একটা সীমারেখা টেনে রাখতে হবে। শিষ্টের পালন ও দুষ্টের দমন পুলিশের কর্তব্য। এ ক্ষেত্রে পেশাদারি কঠোরতাই আশা করে জনগণ। দুর্বৃত্তদের প্রতিরোধ ও দমনে সক্ষম এবং স্বমহিমায় সমুজ্জ্বল হোক ‘জনগণের বন্ধু পুলিশ’।
শিরোনাম
- কেন পাল্লা দিয়ে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিরা?
- রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের
- পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
থানায় হামলা
দুর্বৃত্ত দমনে কঠোরতা কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর