সভ্যতার পতন হয় কীসে? বেশি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়ে বাড়াবাড়ি একটি সভ্যতার পতন ডেকে আনে। উদাহরণ হিসেবে বলা যায়, জাহাজের ইঞ্জিনের ত্রুটি সারানোর ইঞ্জিনিয়ার যদি ক্যান্টিনের ডালে লবণ কম হওয়া বা চায়ে চিনি বেশি হওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আর এভাবে বছরের পর বছর জাহাজটি চলতে থাকে, কোনো সার্ভিসিং না হয় এবং লবণ-চিনি নিয়ে মাতামাতি হাতাহাতি চরম আকার ধারণ করে, তাহলে ওই জাহাজ সময়ের ব্যবধানে মাঝ সমুদ্রে ডুববেই ডুববে, এতে কোনো সন্দেহ নেই। চিফ ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনের দিক থেকে নজর সরিয়ে ক্যান্টিনের লবণ আর চিনির প্রতি ঝুঁকে পড়েন তখন অন্যদের দৃষ্টিও ওই লবণ আর চিনির মধ্যেই আটকে যায়। উদাহরণটা অন্যভাবেও দেওয়া যায়। অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটার পর ডাক্তার যদি হাসপাতালের বারান্দা নোংরার ব্যাপারে গভীর ভাবনায় পড়ে যান এবং অপারেশন বন্ধ রেখে বারান্দা পরিষ্কারের ব্যাপারে জোর উদ্যোগী হন, তাহলে রোগীর মৃত্যু নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই।
প্রিয় পাঠক! আজকের দুনিয়ার ইসলামের অনুসারীদের অবস্থা ওই জাহাজ বা অপারেশন থিয়েটারের পেটকাটা রোগীর মতো হয়ে উঠেছে। জাহাজের চিফ ইঞ্জিনিয়ার তথা বড় বড় আলেমরা ছোট ছোট বিষয় নিয়ে মাতামাতি-দলাদলিতে লিপ্ত থাকার ফাঁকে কবে যে মুসলমানদের মূল চালিকাশক্তি বা ‘ঐক্য’ নামক ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে সে বিষয়েও জগৎবাসী বেখবর। নষ্ট ইঞ্জিনের জাহাজের যে বেহাল দশা আজকের বিশ্ব মুসলমানেরও একই দশা। ঐক্যহারা মুসলমান জাতি না পারছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে, না পারছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। একদিকে আমাদের ধর্মজ্ঞানীরা কথায় কথায় পাশ্চাত্য সমাজের নিন্দায় মুখে ফেনা তুল ফেলছেন, অন্যদিকে তাদের সন্তানরাই পশ্চিমের নাগরিকত্ব পেতে জুতার তলা ক্ষয় করে ফেলছে এবং সুযোগ পেলেই বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশ বাংলাদেশ ছেড়ে ইহুদি-খ্রিস্টানদের দেশে উড়াল দিচ্ছে।
একদিকে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের বিরুদ্ধে আলেমরা ফতোয়া দিচ্ছেন, আরেক দিকে বিজ্ঞানের আবিষ্কারে ভর করেই তাদের ফতোয়া আপলোড হচ্ছে, প্রিন্ট হচ্ছে। রেডিও, টেলিভিশন, মাইক, ছবি, ভিডিওসহ বিজ্ঞানের প্রতিটি আবিষ্কারই শুরুতে ‘হারাম’ ফতোয়ার মুখোমুখি হতে হয়েছিল এবং পরবর্তী সময়ে সেগুলোই আবার আমাদের অতিরঞ্জন পদচারণে মুখরিত ও বিকৃত হতে দেখা গেছে।
ধর্মের এ দুঃসময় কখন আসে? যখন চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিন ছেড়ে চিনি লবণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আজ আমাদের আলেমরা সাধারণ মানুষের দৃষ্টিকে আট-দশটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন। নামাজে হাত বুকের ওপর নাভির নিচে বাঁধা, আমিন জোরে আস্তে বলা, মোনাজাতে হাত তোলা না তোলা ইত্যাদি সুন্নত-মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের আলেমরা এত এত বাড়াবাড়ি করছেন যার ফলে মূল জায়গায় দৃষ্টি দেওয়ার সুযোগই হয়ে উঠছে না। তুরস্কের প্রখ্যাত হাদিস গবেষক শায়খুল হাদিস মেহমেদ গরমেজ লিখেছেন- এসব ক্ষুদ্র বিষয় নিয়ে মাতামাতির ফলেই ইসলামের সুমহান সভ্যতার পতন হয়েছে। অপারেশন থিয়েটারে রোগীকে ফেলে ডাক্তার বারান্দা ঝাড়ু দিতে গেলে রোগীর যে দশা হয় আজকের দুনিয়ায় ইসলামি সভ্যতারও সে দশা হয়েছে। দীর্ঘ চৌদ্দ শ বছরের সমৃদ্ধ সভ্যতা তথা কোরআনি সভ্যতার পতন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আবুল হাসান আলী নদভীর ‘মুসলিম সভ্যতার পতনে বিশ্ব কী হারালো’ বইটি পড়া যেতে পারে। ড. ইউসুফ আল কারজাভি (রহ.) সুন্নাহ সম্পর্কে একদিন দীর্ঘ আলোচনা করেন। সেখানেও তিনি একই কথা বলেছেন। আজকের দুনিয়ায় মুসলমানদের পতনের একটিই কারণ- অতি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে ছোটখাটো বিষয় নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। আজকের দুনিয়ায় বড় সমস্যা হলো জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। কোরআনে অসংখ্য আয়াতে পরিবেশ-প্রকৃতির ভারসাম্য নিয়ে বিস্তারিত নির্দেশনা রয়েছে। কই আমাদের আলেমরা তো এ বিষয়ে কোনো অবদান রাখতে পারছেন না। একইভাবে আজকের দুনিয়ায় অন্যতম সমস্যা হলো প্রাণবৈচিত্র্যের হুমকির সমস্যা। কোরআনে পিঁপড়ার আবাস নিয়ে কথা আছে, হাতি ও মাছের প্রসঙ্গ আছে, মাকড়সার আলোচনা আছে।
কিন্তু আমাদের কোরআন গবেষকরা কি যুগের সমস্যা সমাধানে অবদান রাখতে পেরেছেন বা মানুষকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে কোনো ভূমিকা রেখেছেন? রাখেননি। ফলে আজকের জ্ঞান-বিজ্ঞান মুসলমানদের হাতছাড়া হয়ে গেছে। যতদিন জ্ঞান-বিজ্ঞান মুসলমানদের হাতে ছিল, যতদিন ইবনে সিনা, আল রাজি, ফারাবির মতো বিজ্ঞানী ও আলেমরা ছিলেন ততদিন সভ্যতার নেতৃত্ব দিয়েছেন মুসলমানরা। পরবর্তী সময়ে ইবনে সিনার উত্তরসূরিরা যখন রোগীর অপারেশন ফেলে বারান্দা পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক তখনই ইসলামি সভ্যতার প্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
লেখক : প্রিন্সিপাল, সেইফ এডুকেশন ইনস্টিটিউট