বাংলাদেশের শিল্পজগতে সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস তাঁতশিল্পের। প্রাচীনকাল থেকে বিশ্বে এ দেশ যেসব কারণে খ্যাতি কুড়িয়েছে, তাঁতশিল্প তার একটি। কিন্তু বর্তমানে বিপর্যয়ের মুখে পড়েছে শিল্পটি। অন্য অনেক খাতের মতোই, বিগত বছরগুলোতে তাঁতশিল্পকেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ময়কর যে পতিত স্বৈরাচারের দোসররাই এখনো কলকাঠি নাড়ছে তাঁত বোর্ডের কার্যক্রমে। ফলে ছাত্র-জনতার গণ আন্দোলনে অর্জিত দ্বিতীয় বিজয়েও অন্তত ৬০ লাখ তাঁতির ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। সিন্ডিকেটের দৌরাত্ম্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনকি উপদেষ্টার নির্দেশও গ্রাহ্য হচ্ছে না। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনায় খাদের কিনারে পৌঁছেছে তাঁতশিল্প। সুতার অভাবে বন্ধ হচ্ছে একের পর এক তাঁত। বেকার হচ্ছেন হতদরিদ্র তাঁতি ও তাঁতশ্রমিক। তাঁদের পরিবারে নেমে আসছে দুঃসহ দুর্ভোগ। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, রাজনৈতিক মদতপুষ্ট, সুবিধাভোগী সিন্ডিকেটের কূটচালে জাতীয় তাঁতি সমিতির আহ্বায়ক কমিটি গঠন হচ্ছে না। এতে তাঁতি সমাজের সুতা আমদানি বন্ধ। চক্রের পান্ডারাই অপকৌশলে সাধারণ তাঁতিদের জন্য সুতা আমদানি বন্ধ রেখে, কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। অন্যদিকে নিজেরা এলসি খুলে ব্যবসা করে শত শত কোটি টাকা কামিয়ে নিচ্ছেন। অথচ সরকারের বেঁধে দেওয়া রেয়াতি দামে সুতা আমদানির জন্য তাঁতিদের কয়েক শ আবেদন তাঁত বোর্ডে পড়ে আছে। আড়াই বছরেরও বেশি সময় পার হলেও অনুমতি দেওয়া হচ্ছে না। তাঁত বোর্ডের শীর্ষ নির্বাহীরাও সিন্ডিকেটের প্রভাব ভাঙতে পারছেন না। গঠন করতে পারছেন না, দেশের গোটা তাঁতি সমাজের প্রতিনিধিত্বকারী জাতীয় তাঁতি সমিতি। এমন খবর বেরিয়েছে পত্রিকায়। রাজনৈতিক পরিচয়ের টানাপোড়েনে এখানে একধরনের অচলাবস্থা তৈরি হয়েছে, যা বিষয়টির মীমাংসায় বাগড়া দিচ্ছে। আখেরে ক্ষতি হচ্ছে ঐতিহ্যবাহী তাঁতশিল্পের। আর তার অসহায় শিকার হচ্ছেন বংশপরম্পরায় তাঁতি সম্প্রদায় ও তাঁতশ্রমিকরা। এ হতদ্দশা থেকে মুক্ত করতে হবে এ শিল্পকে। হাজার বছর ধরে আবহমান বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির ধারকবাহক এই শিল্প রক্ষায় বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সক্রিয় হতে হবে কর্তৃপক্ষকে। কোনো অপচক্রের হাতে জিম্মি হয়ে থাকতে পারে না এমন একটা উৎপাদনক্ষেত্র, যার সঙ্গে লাখো মানুষের জীবনজীবিকা এবং জাতীয় ঐতিহ্য ও অর্থনীতির ভালোমন্দ জড়িত। দ্রুত তাঁতের জট খোলার জোর তাগিদ জানাই।
শিরোনাম
- যশোরে সাড়ে ৩২ মণের 'ঠাণ্ডাভোলা' মাতাবে কোরবানির হাট
- বাণিজ্য যুদ্ধের চাপ সামলে চীনের কারখানা খাতে চাঙ্গাভাব
- বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ডাউনলোড না করেই পড়া যাবে হোয়াটসঅ্যাপে আসা ফাইল
- গরমে ফ্রিজ ছাড়া ফল টাটকা রাখার উপায়
- পিএসএলে সাকিবের সঙ্গী হতে চলেছেন মিরাজ
- পলিথিনের পরিবর্তে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান পরিবেশ উপদেষ্টার
- সন্ধ্যার মাঝে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা
- গ্রীষ্মের পুষ্টিকর সবজি ঢেঁড়স কতটা উপকারী?
- ইউক্রেনে রুশ ড্রোন হামলার পর জেলেনস্কির সাথে ভ্যান্সের সাক্ষাৎ
- নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে কাজে লাগাতে হবে: ডা. শফিকুর রহমান
- আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিতের আদেশ
- যশোরে ঘরের ভেতর বিস্ফোরণ, একই পরিবারের ৩ শিশু আহত
- গুগল ম্যাপে করা যাবে টাইম ট্রাভেল
- গাজায় ১০ সপ্তাহ পর সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি ইসরায়েলের
- ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে’
- গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও ১৫১ ফিলিস্তিনি নিহত
- বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা : উপদেষ্টা আসিফ
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন যুবক
তাঁতে সিন্ডিকেট
চক্র ভেঙে রক্ষা করুন ঐতিহ্যের শিল্প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর