আনু শানু দুজন মিলে
পুষে বিড়াল ছানা,
আদর করে দেয় খেতে তার
মাংস মাছের খানা।
ধীরে ধীরে বিড়াল ছানার
ফুটলো মুখে বুলি,
আনু শানুর মুখে হাসি
নাচন দু’হাত তুলি।
একদিন সেই বিড়াল ছানা
ধরলো একটা ইঁদুর,
ইঁদুর ধরে করল খেলা
সে কী বেদনাবিধুর।
আনু শানু দুজন মিলে
পুষে বিড়াল ছানা,
আদর করে দেয় খেতে তার
মাংস মাছের খানা।
ধীরে ধীরে বিড়াল ছানার
ফুটলো মুখে বুলি,
আনু শানুর মুখে হাসি
নাচন দু’হাত তুলি।
একদিন সেই বিড়াল ছানা
ধরলো একটা ইঁদুর,
ইঁদুর ধরে করল খেলা
সে কী বেদনাবিধুর।