মেঘের মেয়ে বৃষ্টি নাচে
জলের নূপুর পরে
খুশি হয়ে গাছ থেকে আম
পড়ল ধাপুস করে।
তাই না দেখে জনির মনে
বাজল সুখের বীণ
রসালো আম চুষে চুষে
মুখ করে রঙিন।
রসমাখা ভাত দেখে যখন
উঠল হেসে রনি
লজ্জায় লাল হয়ে বলে
জনি আমি জনি।
মেঘের মেয়ে বৃষ্টি নাচে
জলের নূপুর পরে
খুশি হয়ে গাছ থেকে আম
পড়ল ধাপুস করে।
তাই না দেখে জনির মনে
বাজল সুখের বীণ
রসালো আম চুষে চুষে
মুখ করে রঙিন।
রসমাখা ভাত দেখে যখন
উঠল হেসে রনি
লজ্জায় লাল হয়ে বলে
জনি আমি জনি।
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম