দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষা আজ। ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষা বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত চলবে।
এদিকে বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের তথ্য কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে এবং এই বানোয়াট প্রশ্ন ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, ওই ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা/বানোয়াট/ভুয়া প্রশ্নপত্রের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন