বই যে সবার পরম বন্ধু
বই জগতের আলো,
বইয়ে সময় দিয়ে খোকা
জ্ঞানের প্রদীপ জ্বালো।
মোবাইল ফোন ছেড়ে খোকা
বইকে আঁকড়ে ধরো,
পড়ালেখার আলো দিয়ে
জীবনটাকে গড়ো।
বই-ই অসীম জ্ঞানসমুদ্র
বই পৃথিবীর সেরা,
বইয়ের সঙ্গে সুসম্পর্কে
জীবন সুখে ঘেরা।
বই যে সবার পরম বন্ধু
বই জগতের আলো,
বইয়ে সময় দিয়ে খোকা
জ্ঞানের প্রদীপ জ্বালো।
মোবাইল ফোন ছেড়ে খোকা
বইকে আঁকড়ে ধরো,
পড়ালেখার আলো দিয়ে
জীবনটাকে গড়ো।
বই-ই অসীম জ্ঞানসমুদ্র
বই পৃথিবীর সেরা,
বইয়ের সঙ্গে সুসম্পর্কে
জীবন সুখে ঘেরা।
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম