লালমনিরহাট তিস্তা-১ সেতুর টোল প্লাজায় কর্মচারীর সঙ্গে পথচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের তিনজন আহত হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারী ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে লালমনিরহাট একটি মামলা করা হয়েছে।
সদর থানার পুলিশ বলছে, মামলা ইজহারের সঙ্গে ঘটনার কোন মিল নেই। তদন্ত করে দেখা হবে আসল ঘটনাটা কি?
জানা যায়, বুধবার রাতে মোস্তফি এলাকার রাজু ও তার বন্ধু-বান্ধব মিলে মোটরসাইকেল যোগে মোস্তফি থেকে তিস্তা টোলপ্লাজার পাশের তিস্তা পার্কে যাওয়ার জন্য রওনা করে পথিমধ্যে টোলপ্লাজার সামনে গেলে টোলপ্লাজার ম্যানেজার ও কর্মচারীরা মোটরসাইকেলর সামনে দাঁড়ায় এবং ব্রিজ পাড় হওয়ার জন্য টোল চায়। কিন্তু পথচারীরা বলেন- যে আমরা তো ব্রিজের ওপারে যাবো না আমরা তিস্তা পার্কে যাবো তাহলে কিসের জন্য আপনাদের কে টোল দিবো? মূলত তিস্তা পার্কে যারা যান তাদের জন্য কোন টোল লাগে না। কিন্তু ম্যানেজার ও তার টোলপ্লাজার কর্মচারীরা টোল না দিলে কোনভাবেই তারা রাজুদের কে টোল ছাড়া তিস্তা পার্কে যেতে দিবে না। এই নিয়ে পথচারী রাজুসহ তার বন্ধু-বান্ধব ও টোলপ্লাজার ম্যানেজার ও কর্মচারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যানেজার ক্ষিপ্ত হয়ে বলে 'একজনও টোল ছাড়া যেতে পারবি না', তখন উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে করে উভয়পক্ষেই হাতে লাটি সোটা নিয়ে মারামারি শুরু করে। ঘটনাস্থলে ৩ জন আহত হন।
আহতদের মধ্যে চিকিৎসার জন্য দুজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ম্যানেজার সুরুজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা বলেন, মোস্তাফির রাজু তার বন্ধুসহ পার্কে যাওয়ার জন্য টোলপ্লাজার সামনে আসলে ম্যানেজার টোল ছাড়া তাদের মোটরসাইকেল যেতে দিবে না আর রাজুরা বলেন- যে পার্কে যেতে কোন টোল লাগে না এই নিয়ে উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারি শুরু হয় কিন্তু এখানে কোন ডাকাতি বা টোলপ্লাজার টাকা লুট এরকম ঘটনা ঘটেনি। এ ব্যাপারে টোলপ্লাজার কর্তৃপক্ষ সদর থানায় একটি ডাকাতির অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
টোল প্লাজা সংলগ্ন স্থানীয়রা জানান, রংপুরের একটি দালাল চক্র ও টোলপ্লাজার কর্মচারীরা টোলপ্লাজার টাকা আত্মসাৎ করার জন্য এই ডাকাতির নীলনকশা তৈরি করেছেন। কারণ মেসার্স রানা এন্টারপ্রাইজের মশিউর রনি ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করে। তবে এই টোল প্লাজা দেখভাল করেন তার চাচা দাঊদ মিয়া। তবে দাঊদ মিয়া সঙ্গে মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনায় টোলপ্লাজা কর্তৃপক্ষের পক্ষে নাজমুল আলম একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত