গাছ থেকে হুটহাট
আম-ই যদি পড়ে,
তখন আমি কি করে যে
বসে থাকি ঘরে।
কাঁচা আম পাকা আম
মজা করে খাই,
খাওয়া শেষে রবের কাছে
কৃতজ্ঞতা জানাই।
পাখিরাও আম খেতে
উড়ে আসে গাছে,
আম কুড়াতে গিয়ে খুকি
উল্লাসে নাচে।
ঝড় এলে আমগুলো
ঝরে পড়ে যায়,
এমন দিনে আম কুড়াতে
আমার গ্রামে আয়।