সর্বনাশা ঝড় এসেছে
আজ সকালে তেড়ে,
খাট নিয়েছে, পাট নিয়েছে
ঘাট নিয়েছে কেড়ে।
চাল নিয়েছে, জাল নিয়েছে
পাল নিয়েছে ঝড়,
সর্বনাশা এ ঝড় দেখে
বুক কাঁপে থরথর।
ত্রাণ নিয়েছে, প্রাণ নিয়েছে
ধান নিয়েছে সব,
সর্বনাশা এ ঝড় থেকে
রক্ষা করো রব।
সর্বনাশা ঝড় এসেছে
আজ সকালে তেড়ে,
খাট নিয়েছে, পাট নিয়েছে
ঘাট নিয়েছে কেড়ে।
চাল নিয়েছে, জাল নিয়েছে
পাল নিয়েছে ঝড়,
সর্বনাশা এ ঝড় দেখে
বুক কাঁপে থরথর।
ত্রাণ নিয়েছে, প্রাণ নিয়েছে
ধান নিয়েছে সব,
সর্বনাশা এ ঝড় থেকে
রক্ষা করো রব।
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম