ফুল ফুটেছে গাছে গাছে
মাতে পাখি গানে,
দিকে দিকে প্রাণের জোয়ার
সৃষ্টিসুখের বানে।
হলুদ গাদা ফুলের মালা
শোভে রবির গলে,
আলতা পায়ে টাপুর টুপুর
ঝঙ্কার খুকুর মলে।
গুঞ্জন করে রবির সুরে
ফুলে ফুলে অলি,
ছড়ায় মৌতাত হাওয়ায় হাওয়ায়
গীতাঞ্জলির কলি।
ছড়ায় সৌরভ কাব্য গানে
রবির সৃষ্টির বাগে,
মনময়ূরী ডানা মেলে
মধুর অনুরাগে।