গরম হাওয়া বইছে দেশে
বৃষ্টি গেছে উবে
শিশু থেকে বুড়োবুড়ি
মরছে ঘামে ডুবে!
লোডশেডিংয়ের অত্যাচারে
ছুটছে গাছের ছায়ায়
রাত্রি হলে হাতপাখাটা
হাতের ব্যথা বাড়ায়!
কোথায় গেল বৈশাখী ঝড়
কোথায় বৃষ্টি ঢল
কোথায় গেল আকাশজুড়ে
কালো মেঘের দল!
বৃষ্টি নামুক টিনের চালে
ভরুক নদী-নালা
বৈশাখ মাসে চাই না কেহ-ই
গরম হাওয়ার জ্বালা!