চাঁদের দেশে মানুষ যেতে
নানা ফন্দি করছে,
খবর পেয়ে চাঁদের বুড়ি
চরকা কাটা ধরছে।
চরকা কেটে সুতা দিয়ে
গড়বে লুঙ্গি শাড়ি,
সে সব কাপড় কিনে মানুষ
ফিরে আসবে বাড়ি।
বউ পোলাপান খুশি হয়ে
আরও বায়না ধরবে,
খবর শুনে চাঁদের বুড়ি
নাচতে শুরু করবে!
চাঁদের দেশে মানুষ যেতে
নানা ফন্দি করছে,
খবর পেয়ে চাঁদের বুড়ি
চরকা কাটা ধরছে।
চরকা কেটে সুতা দিয়ে
গড়বে লুঙ্গি শাড়ি,
সে সব কাপড় কিনে মানুষ
ফিরে আসবে বাড়ি।
বউ পোলাপান খুশি হয়ে
আরও বায়না ধরবে,
খবর শুনে চাঁদের বুড়ি
নাচতে শুরু করবে!