পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির ফাতেমা খাতুন (৬৫)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকশী রেলওয়ের এমএস কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন বলেন, অটোরিকশাচালক আয়নাল মাতুব্বরের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে তিনি কয়েক দিন ধরে ওই বাড়িতে তার অটোরিকশা চার্জ দিতে আসেন। সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন