ঈদের দিনে সকাল বেলা
খোকার মুখে হাসি
পাঞ্জাবিটা পরে বলে
নামাজ পড়ে আসি।
মাকে বলে বাবার সাথে
ঈদ জামাতে গেলো
নামাজ শেষে ঈদের মাঠে
সব স্বজনদের পেলো।
নামাজ শেষে কোলাকুলি
দেখতে লাগে ভারি
উঁচু-নিচু নেই ভেদাভেদ
নেইতো কোনো আড়ি।
ঈদের দিনে সকাল বেলা
খোকার মুখে হাসি
পাঞ্জাবিটা পরে বলে
নামাজ পড়ে আসি।
মাকে বলে বাবার সাথে
ঈদ জামাতে গেলো
নামাজ শেষে ঈদের মাঠে
সব স্বজনদের পেলো।
নামাজ শেষে কোলাকুলি
দেখতে লাগে ভারি
উঁচু-নিচু নেই ভেদাভেদ
নেইতো কোনো আড়ি।