বছর ঘুরে মাসটি আসে
রমজান যে তার নাম,
মুসলমানের পরম পাওয়া
রোজার বড় দাম।
হাজার মাসের শ্রেষ্ঠ এ মাস
আল্লাহ পাকের দান,
নিজের হাতে দিবেন তিনি
রোজার প্রতিদান।
না-জানা বা জানা গোনাহ
মাফ করে দেন প্রভু,
দয়াগুণে করেন দয়া
ফেরান না তো কভু।
সেই বিশ্বাসে তওবা করে
সিজদাতে রই পড়ে,
মহান আল্লাহ রহম করুন
নইলে মরি ডরে।