একুশ আমার মায়ের ভাষা
প্রথম শেখা বুলি,
একুশ আমার মায়ের হাসি
গল্প কথার ঝুলি।
একুশ আমার বিজয় মিছিল
বাংলা ভাষা চাই,
একুশ আমার প্রাণের ভাষা
দেশের গর্ব তাই।
একুশ আমার দেশের গান
মায়ের কাছে শেখা,
একুশ আমার রক্তে আঁকা
স্বাধীন দেশটা দেখা।
একুশ আমার কণ্ঠ ধ্বনি
মায়ের গলার সুর,
একুশ আমার গুচ্ছ ছড়া
ভাষার ছন্দ পুর।