বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম যারা ভোটে জিততে পারবে না তারাই পিআর পদ্ধতিতে সংসদে যেতে চায় বলে মন্তব্য করেছেন। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে এ দেশকে রক্ষা করার জন্য। শেখ হাসিনা ১৭ বছর ধরে চেষ্টা করেও বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে পারে নাই। তারা চেষ্টা করেছিল খালেদা জিয়াকে মেরে ফেললে বিএনপি নেতৃত্বশূন্য হয়ে যাবে- এমন চেষ্টাও তারা করেছে। খালেদা জিয়ার পর তারেক রহমানকে দেশে আসতে না দিলে বিএনপি চলবে পারবে না ভেবেছি আওয়ামী লীগ। কিন্তু সেই চেষ্টা বিফলে গেছে। বিএনপি তো চলতেছে। দিন দিন এর জনসমর্থনও বাড়তেছে। যে কারণে শেখ হাসিনা নির্বাচনে যায়নি।
আবদুস সালাম বলেন, শেখ হাসিনা এক জায়গায় বলত বিএনপি নেই। আরেক জায়গায় বলত নির্বাচন কেন দেব? তারেক এসে দেশ চালাবে এই জন্য কী নির্বাচন দিতে হবে। আজকেও নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে। কোনো লাভ নেই কারণ বিএনপির তো জন্মই হয়েছে দেশকে রক্ষা করার জন্য। বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছেন। খালেদা জিয়াও তাই করেছেন, এবার তারেক জিয়াও তাই করবেন-এটা তো পরিষ্কার। সেই আন্দোলনে তো আমরা আছি।
তিনি আরও বলেন, সেকারণেই বলছি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই। কিন্তু সেই নির্বাচন, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া বার বার বাধাগ্রস্ত হচ্ছে। কারা বাধাগ্রস্ত করছে? কাদের স্বার্থের হানি হচ্ছে- এটা বুঝতে হবে। এখানে একমাত্র স্বার্থের হানি হয় আধিপত্যবাদী শক্তির। আর ওই শক্তির প্রতিনিধি হলো আওয়ামী লীগ, শেখ হাসিনা।
কারা জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করছে উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করছে তারা কিন্তু সেই শক্তিকে সাহায্য করছে। ১৬ বছর নির্বাচনের জন্য আন্দোলন করছি। কিন্তু হঠাৎ করে কী এক পদ্ধতি নিয়ে আসছে সিআর না পিআর। সেটা মানুষ কখনো শুনে নাই। সেই পদ্ধতি খায় না মাথায় দেয়। তারা চায় এই পদ্ধতিতে নির্বাচন হোক। কারণ তারা জানে ভোটে কোনোদিন তারা নির্বাচিত হতে পারবে না। দেখেন তো তারা জাতীয় সংসদ নির্বাচনে কয়টা সিট পাইছে। কেন তাদের কথা শুনতে হবে। না শুনলে বলে এইতো সংস্কার হলো না। জোর করে হলেও উনাদের কথা শুনতে হবে।
বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, আমরা কী তাইলে ভাইসা আইছি নাকি? বিএনপি এই দেশের প্রতিষ্ঠিত দল।এতবার ক্ষমতায় ছিল। ইনশাআল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে। সেই বিএনপির কথার দাম নেই। বিএনপির সঙ্গে জোটে যারা আছে- বলেন বিএনপি কি শুধু একাই চায়? আলোচনা পরিষ্কার যে যারা ভোটে জিতবে না তারাই কেবল পিআর পদ্ধতিতে সংসদে যেতে চায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ