লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যুবদলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে দপ্তরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন