বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ‘পদোন্নতি বঞ্চিত’ প্রভাষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে খাগড়াছড়িতে কর্মবিরতি শুরু করেছেন। রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি সরকারি কলেজ ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষকেরা একযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক আব্দুল হালিম, মো. তারেক আজিজ, সঞ্চয় ত্রিপুরাসহ আরও কয়েকজন শিক্ষক।
প্রভাষকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির দাবি জানানো হলেও প্রয়োজনীয় পরিপত্র (জিও) জারি না হওয়ায় তারা বারবার বঞ্চিত হচ্ছেন। এতে তাদের পেশাগত মর্যাদা, কর্মপরিবেশ ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তারা।
কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকেরা জানান, জিও জারি না হওয়া পর্যন্ত ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি অব্যাহত থাকবে। ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ারও ইঙ্গিত দেন।
এদিকে, কর্মবিরতির কারণে জেলার বিভিন্ন কলেজে ক্লাস কার্যক্রম আংশিক ব্যাহত হয়েছে। শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের যেন দীর্ঘমেয়াদে ভোগান্তিতে পড়তে না হয়—সেজন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/জামশেদ