রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে গঙ্গাচড়াউপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর এসকেএসের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ রংপুর নগরীর পাকপাড়ার আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ শনিবার ভোরে মোটরসাইকেলে করে লালমনিরহাট কাকিনার দিকে যাচ্ছিলেন। তিনি এসকেএসের বাজারের কাছে আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম