নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের ফলাফল বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে কাজ করবে।’ গতকাল দুপুরে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনি উদ্যোগে আঞ্চলিক পরামর্শ সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। দেবপ্রিয় বলেন, ‘নির্বাচন এখন একটি অবধারিত ঘটনায় পরিণত হয়েছে। চলমান সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ার আলোচনা ও বিতর্কে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।’
এ প্ল্যাটফর্মটি নাগরিক ইশতেহার প্রস্তুতের কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছেন।