বাংলাদেশ পুলিশের সদস্যরা পুরাতন পোশাক ছেড়ে গতকাল থেকে নতুন পোশাক পরতে শুরু করেছেন। শুরুতে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের পুলিশ সদস্যরা নতুন পোশাক পরেছেন। তবে জেলা পুলিশ এখনো তা পায়নি। ধাপে ধাপে পুলিশের সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছে যাবে। সব সদস্যের জন্য এখনো পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে এটি চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে পরবেন। তবে এপিবিএন ও এসপিবিএনে আগের পোশাক থাকবে। ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপিসহ সব মহানগরে নতুন ইউনিফর্ম চালু হয়েছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশ, র্যাব ও আনসারের জন্য তিনটি পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতারও পরিবর্তন হবে বলে আশা করছে অন্তর্র্বর্তী সরকার। পুলিশে সংস্কারের উদ্যোগও নিয়েছে এই সরকার। সে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে অন্তর্র্বর্তী সরকার নতুন এই পোশাক অনুমোদন করে। পোশাক ও লোগো পরিবর্তনের জন্য পুলিশ সদর দপ্তর ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। উন্নত বিশ্বের কয়েকটি দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে ১৮ ধরনের পোশাক ট্রায়াল দেওয়া হয়। পরে পাঁচটি রঙের মধ্যে থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে পোশাক চূড়ান্ত করা হয়।
পুলিশের পোশাক নির্ধারণ হয় লৌহ (আয়রন) রঙের। র?্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের। আর আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। এ ছাড়া পুলিশের লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়েছে। নতুন লোগোটিতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত ছবি রয়েছে। আর পাট পাতার টবে লেখা রয়েছে পুলিশ। নতুন লোগো পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে ব্যবহার করা হচ্ছে।