খুলনা ও বরিশাল বিভাগে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ ৭ জেলার ১০টি আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাটের প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা এই কর্মসূচির ঘোষণা করেন। সংবাদ সম্মেলন শেষে দাবি আদায়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে মানবন্ধন করেন তারা।
এতে খুলনা ও বরিশাল বিভাগে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সদস্যরা অংশ নেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, সড়ক ও মহাসড়কে সরকারি অনুমোদনবিহীন বাস ও ইজিবাইক, মাহেন্দ্রসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে। অথচ খুলনা ও বরিশাল বিভাগে ১৮টি রুটে এসব যান চলাচল করছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রশাসনের সাথে বৈঠকে করেও অনুমোদন ছাড়া চলাচল করা পরিবহন বন্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এই পরিবহন নেতা আরও বলেন, অনুমতি ছাড়া যান চলাচলের কারণে দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক শ্রমিকরা বিভিন্নভাবে বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই আমরা খুলনা বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে বাগেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাগেরহাট রূপসা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সামাদ মোল্লা, ঝালোকাঠি পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, মহিষপুরা-খুলনা পরিবহন মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাস, রূপসা-বাগেরহাট পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিনসহ দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটের ১০টি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা।
বিডি প্রতিদিন/কামাল