টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরির রেকর্ড গড়ার হাতছানি দিচ্ছিল হাবিবুর রহমান সোহানকে। তা আর হতে পারেনি। তবে বাংলাদেশের ইতিহাসে টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে শতরান করেছেন হাবিবুর। তিনি ছাড়িয়ে গেছেন পারভেজ হোসেন ইমনকে। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-২০ কাপে ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেন ইমন। পাঁচ বছর ধরে রাখা তাঁর রেকর্ডটি এবার ভেঙে গেল।
গতকাল কাতারের দোহায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই হাবিবুরের ঝোড়ো ব্যাটিংয়ে হংকংয়ের বোলাররা দিশাহারা হয়ে যান। হাবিবুর কতটা মারমুখী ছিলেন ৫ ওভারেই বোঝা যায়। এক ওপেনার ৩, অন্যদিকে সেঞ্চুরিয়ানের রান ছিল ৮৮। ১৪ বলে ফিফটি আর ৩৫ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। এতে ছিল ৮ বাউন্ডারি ও ১০ ছক্কা। ১০০ রানে অপরাজিত ছিলেন হাবিবুর। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেট ও টি-২০ দুটিতেই দ্রুততম শতরানের কীর্তি হাবিবুরের। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর সেঞ্চুরিটি ছিল ৪৯ বলে। দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা হংকং প্রথম ওভারে হারায় উইকেট। অভিজ্ঞ জিমান আলীকে বিদায় করেন রিপন মণ্ডল। খুব ভালো করতে পারেননি আনশি রাথ ও নিজাকাত খান। ৩-এ নেমে দলকে টেনে নেন বাবর হায়াত। ৪৯ বলে তিনি ৬৩ রানের ইনিংস খেলেন। ১০ ওভারে হংকংয়ের রান ছিল ৬৫। ইনিংস গতিময় হয় মূলত ইয়াসিম মুর্তাজার ব্যাটে। ৩ ছক্কায় ২২ বলে ৪০ রান করেন হংকং অধিনায়ক। আবু হায়দারের করা শেষ ওভারে ৪ ছক্কায় রান আসে ২৬। কিঞ্চিত শাহ একাই ৩টি ছক্কা মারেন। শেষ ৩ ওভারে হংকং ৩৮ রান তোলে।
৮ উইকেট হারিয়ে হংকং ১৬৭ রান তোলে। রান তাড়ায় প্রথম ওভারেই ৩টি ছক্কা মারেন হাবিবুর। পরের ওভারে তাঁর ব্যাট থেকে আসে টানা ৩ বাউন্ডারি ও ১টি ছক্কা। মূলত উদ্বোধনী জুটির দৃঢ়তায় সহজ জয় পেয়ে যায় বাংলাদেশ। ৫৪ বল হাতে রেখেই বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল। এ টুর্নামেন্টে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ‘এ’ দল অংশ নিচ্ছে আর সহযোগী দেশগুলোর জাতীয় দলই খেলছে।